সমার্থক শব্দ -১
চুল | চিকুর, কুন্তল, কেশ, অলক, |
জননী | মা, মাতা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাত্রী, |
দিন | দিবা, দিবস, দিনমান |
দেবতা | অমর, দেব, সুর, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর |
দ্বন্দ্ব | বিরোধ, ঝগড়া, কলহ, বিবাদ, যুদ্ধ |
তীর | কূল, তট, পাড়, সৈকত, পুলিন, ধার, কিনারা |
নারী | রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী |
নদী | তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী |
নৌকা | নাও, তরণী, জলযান, তরী |
পণ্ডিত | বিদ্বান, জ্ঞানী, বিজ্ঞ, অভিজ্ঞ |
পদ্ম | কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ |
পৃথিবী | ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল |
পর্বত | শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র |
পানি | জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয় |
পুত্র | তনয়, সুত, আত্মজ, ছেলে, নন্দন |
পত্নী | জায়া, ভার্যা, ভামিনী, স্ত্রী, অর্ধাঙ্গী, সহধর্মিণী, জীবন সাথী, বউ, দারা, বনিতা, কলত্র, গৃহিণী, গিন্নী |
পাখি | পক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, পতত্রী, খগ, অণ্ডজ, শকুন্ত, দ্বিজ |
ফুল | পুষ্প, কুসুম, প্রসূন, রঙ্গন |
বৃক্ষ | গাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ |
বন | অরণ্য, জঙ্গল, কানন, বিপিণ, কুঞ্জ, কান্তার, অটবি, বনানী, গহন |
বায়ু | বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ |
সমার্থক শব্দ -২
অন্ধকার = তিমির,
তম,
আঁধার,
শর্বর,
তমসা
সূর্য
= দিবাকর, রবি,
তপন,
দীনেশ,
ভানু,
দিবাকর,
প্রভাকর, ভাস্কর,
সবিতা,
অর্ক,
আদিত্য,আফতাব
সমুদ্র
= সাগর, বারিধি,
পারাপার, পাথার,
বারীন্দ্র, সিন্ধু,
অর্ণব,
জলধি,
রত্নাকর, নীলাম্বু, উদধি
মহৎ
= উন্নত, উদার
পুস্প
= ফুল, কুসুম
বিলাস
= শৌখিনতা, আরাম
বন
= কানন,
অরণ্য,
জঙ্গল
নারী
= রমণী,
ললনা,
মহিলা,
অর্ধাঙ্গী,অবলা,
কামিনী,
রমণী,
বনিতা
গৃহ
= আবাস,
আলয়,
ঘর,
বাড়ি,
নিবাস,
নিকেতন,
ভবন,
নিলয়
ভাগ্য
= কপাল,
ললাট,
ভাল,
অদৃষ্ট,
নিয়তি
স্বর্ণ
= সোনা,
কনক,
কাঞ্চন,
সুবর্ণ,
হেম
পৃথিবী
= ধরা,
ধরণী,
ধরিত্রী, বিশ্ব,
ভুবন,
অবনী,
বসুধা,
দুনিয়া, মর্ত,
মেদিনী,
বসুন্ধরা, বসুমতি,
ক্ষিতি
আকাশ
= আসমান,
গগন,
অম্বর,
দ্যুলোক, নভঃ,
অন্তরীক্ষ, নভোমণ্ডল, ব্যোম,
শূন্য
বায়ু
= বাতাস,
বাত,
অনিল,
পবন,
হাওয়া
পর্বত
= অচল,
পাহাড়,
গিরি,
শৈল,
শৃঙ্গ,
সহীধর,
আগুণ
= অগ্নি,
পাবক,
বহ্নি,
সর্বভুক, অনল,
দহন,
শিখা,
হুতাশন,
বৈশ্বানর,
বিদ্যুৎ = বিজলি,
শম্পা
সমার্থক শব্দ -৩
চন্দ্র
= চাঁদ,
শশধর,
নিশাকর,
সুধাকর,
নিশাপতি, শশী,
হিমকর,
ইন্দু,
শশাঙ্ক,
হিমাংশু, বিধু
হাতি
= হস্তী,
দ্বিপ,
মাতঙ্গ,
গজ,
দ্বিরদ,
ঐরাবত,
করী,
কন্যা
= মেয়ে,
তনয়া,
নন্দিনী, দুহিতা,
আত্মজা,
পুত্রী,
অশ্রু
= লোর,
চোখের
জল
কেশ
= চুল,
কুন্তল,
কেশর,
লোম,
কেশপাশ,
চিকুর
ইচ্ছা
= বাসনা,
অভিলাষ,
আকাঙ্ক্ষা, বাঞ্ছা,
স্পৃহা,
অভিপ্রায়, লালসা,
কামনা,
সুন্দর
= মনোহর,
শোভন,
লাবণ্যময়
রাত্রি
= রাত,
নিশি,
রজনী,
যামিনী,
শর্বরী
পাখি
= পক্ষী,
বিহগ,
বিহঙ্গ,
খগ,
দ্বিজ,
খেচর,
শকুন্ত
বৃক্ষ
= গাছ,
তরু,
বিটপী,
পাদপ,
শাখী,
মহীরুহ,
দ্রুম
ঘোড়া
= অশ্ব,
তুরগ,
তুরঙ্গ,
তুরঙ্গম, ঘোটক,
বাজী,
মেঘ
= ঘন,
জলধর,
জলদ,
বারিদ,
নিরদ,
জীমূত
হাত
= হস্ত,
পাণি,
কর,
ভুজ,
বাহু
মা
= জননী,
মাতা,
আম্মা
পানি
= জল,
বারি
পায়রা
= কবুতর,
পারাবত
উচ্ছ্বাস = উল্লাস,
স্ফীতি
ঈর্ষা
= হিংসা,
দ্বেষ
আফসোস
= অনুতাপ,
পরিতাপ
দোকান
= আপণ,
বিপণি
দীন
= গরিব,
দরিদ্র
পদ্ম
= কমল,
শতদল,উৎপল, পুষ্কর
আঁখি
= নয়ন,
চোখ,অক্ষি, নেত্র, চক্ষু,
লোচন
রাজা
= ভূপতি,
শাসক,
নৃপেন্দ্র, নৃপতি,
অধিপতি,
দেশশাসক, বাদশাহ
সভ্য
= শিষ্ট,
ভদ্র
গৌরব
= মহিমা,
মর্যাদা
জ্ঞান
= বুদ্ধি,
চেতনা
গূঢ়
= গুপ্ত,
জটিল
অরণ্য
=কানন,
জঙ্গল,
কান্তার, অটবী,
বিপিন,
ঠোট
= অধর,
ওষ্ঠ,
চঞ্চু,
চঞ্চুপুট, ওষ্ঠপুট
দুঃখ
= কষ্ট,
বেদনা,
যাতনা,
দুখ,
ব্যথা
তীর
= কূল,
তট
শিক্ষক
= গুরু,
মাস্টার
নদী
= তটিনী,
তরঙ্গিনী, প্রবাহিনী, নির্ঝরিণী, স্রোতস্বিনী, শৈবলিনী, কল্লোলিনী, গাঙ
অংশু
=আলো,
রশ্মি
কোকিল
= অন্যপুষ্ট, কাকপুষ্ট, কলকণ্ঠ
বায়ু
= বাতাস,
অনিল
ঊর্মি
= তরঙ্গ,
ঢেউ,
বীচি,
লহরী,
মওজ
মৃত্যু
= মরণ,
নাশ,
বিনাশ,
নিধন,
অন্ত
ঈশ্বর
= আল্লাহ,
বিধাতা
স্বপ্ন
= খোয়াব,
কল্পনা
উত্তম
= উৎকৃষ্ট, ভালো
জ্যোৎস্না = চাঁদ,
চন্দ্রালোক
গর্জন
= নাদ,
উচ্চশব্দ
জল
= পানি,
বারি,
নীর,
অপ,
জীবন
কিরণ
= কর,
আলো,
রশ্মি,
প্রভা,
দীপ্তি
Discussion about this post