অনলাইন ডেস্ক
মহামারী করোনাভাইরাসের উৎসস্থল চীনের উহানে একদিনে এক লাখ ১৩ হাজার ৬০৯ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।
নতুন করে প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়ায় সেখানকার বাসিন্দাদের শুক্রবার(১৫মে) এসব পরীক্ষা করা হয়।
গত রোববার (১০মে)থেকে চীনের এই শহরে গুচ্ছ সংক্রমণের খবর পাওয়ার পরেই এলাকার সবার অর্থাৎ প্রায় ১ কোটি ১০ লাখ বাসিন্দার করোনা-পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
রয়টার্স জানিয়েছে, শুক্রবার যত লোকের পরীক্ষা করা হয়েছে তা বৃহস্পতিবার করা পরীক্ষার চেয়ে ৫০ শতাংশ বেশি। ১৪ মে শহরটির ৭২ হাজার ৭৯১ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল।
গত ৮ এপ্রিল হুবেই প্রদেশের উহান শহর কঠোর লকডাউন তুলে নিয়ে উন্মুক্ত করে দেয়া হয়েছিল। কিন্তু গত সোমবার শহরটির একটি আবাসিক কম্পাউন্ডের পাঁচ বাসিন্দা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়। উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর চার মাস পেরোলেও নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।
রোববার (১৭মে)সকাল পর্যন্ত সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ২১ হাজার ৮২৮ জন। মারা গেছেন ৩ লাখ ১৩ হাজার ২২৬ জন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
Discussion about this post