আন্তর্জাতিক ডেস্ক
মহামারী কোভিড ১৯-এ যুক্তরাষ্ট্রে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। দেশটিতে এরই মধ্যে মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন অন্তত ১৫ লাখ।
করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, রোববার বেলা ১২ পর্যন্ত দেশটিতে ৯০ হাজার ১১৩ জন মানুষের মৃত্যু হয়েছে কোভিড ১৯-এ। আর আক্রান্তের সংখ্যাও ১৫ লাখ ছাড়িয়েছে। সংক্রমণ ধরা পড়েছে ১৫ লাখ ৭ হাজার ৭৭৩ জনের দেহে।
আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩৯ হাজার ২৩২ জন। ৪ লাখ ২৯ হাজার ৩৪৫ জন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৩৯ হাজার ২৩২ জনের অবস্থা স্থিতিশীল। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২০০ মানুষ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় রোববার(১৭মে) সকাল সাড়ে ৬টা) ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কোভিড ১৯-এ মৃত্যু হয়েছে ১ হাজার ২৩৭ জনের, যা চলতি সপ্তাহের মধ্যে সবচেয়ে কম।
তাতে মৃত্যুর তালিকায় আগে থেকেই শীর্ষে অবস্থান করা যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৭৩০ জনে। আক্রান্তের তালিকায়ও আগে থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র। এ তালিকায় ২৪ ঘণ্টায় আরও যোগ হয়েছে ২৩ হাজার ৭০০ জন। তাতে মোট আক্রান্ত ছাড়িয়েছে ১৪ লাখ ৬৬ হাজার ৬৮২ জন, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
এদিকে বিশ্বে মোট আক্রান্ত ৪৬ লাখ ৩৩ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু ছাড়িয়েছে ৩ লাখ ১১ হাজার।
যুক্তরাষ্ট্রের পরেই আক্রান্তে রয়েছে রাশিয়া ২ লাখ ৭২ হাজার। মৃত্যুতে দ্বিতীয় স্থানে যুক্তরাজ্য, সাড়ে ৩৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে আছে দেশটি, ২ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে।
ইতালি মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে, ৩১ হাজার ৭০০ ছাড়িয়েছে। আক্রান্তে ষষ্ঠ স্থানে ২ লাখ ২৪ হাজার।
মৃত্যুর তালিকায় একসময় দ্বিতীয় স্থানে থাকা স্পেন নিচে নেমে চতুর্থ স্থানে চলে এসেছে, সাড়ে ১৭ হাজার। আক্রান্তে পঞ্চম স্থানে আছে দেশটি, ২ লাখ ৩০ হাজার।
ফ্রান্স মৃত্যুতে আছে পঞ্চম স্থানে, ২৭ হাজার ৫০০। ১৫ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে ব্রাজিল আছে ষষ্ঠ স্থানে।
আক্রান্তের তালিকায় আরও ওপরে উঠে এসেছে ব্রাজিল। স্পেনকে টপকে এ তালিকায় দক্ষিণ আমেরিকার মহাদেশটির অবস্থান এখন চতুর্থ স্থানে, ২ লাখ ৩৩ হাজার।
ভারতে আক্রান্ত ৯০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ২ লাখ ৮৭১ জন।
শনিবার(১৬মে) পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ২০ হাজার ৯৯৫ জন, মৃত্যু ৩১৪ জন।
প্রসঙ্গত গত বছরের ১৭ ডিসেম্বর চীনের উহানে করোনা শনাক্ত হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে।
Discussion about this post