আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ শীর্ষ সম্মেলন পেছানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারতকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির।
শনিবার(৩০মে) ফ্লোরিডায় স্পেসএক্সের রকেট উড্ডয়ন দেখে ওয়াশিংটন ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে বসে সাংবাদিকদেরকে একথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি বলেন, জি৭ এখন খুবই পুরনো একটি গ্রুপ। আমি সম্মেলন পিছিয়ে দিচ্ছি। কারণ, জি৭ হিসাবে এই জোট বিশ্বে চলমান পরিস্থিতিকে সঠিকভাবে উপস্থাপন করছে বলে আমার মনে হচ্ছে না।
করোনা পরিস্থিতির কারণে জুনের শেষে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জি৭ এর সদস্যভুক্ত দেশগুলো হল- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি এবং কানাডা। এ জোটে প্রতিনিধিত্ব করে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)। এবার ট্রাম্প বাড়তি আরও চার দেশকে আমন্ত্রণের কথা জানালেন।
এর আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল জানিয়েছিলেন, করোনাভাইরাস মহামারী আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ায় তিনি জি৭ শীর্ষ সম্মেলনে ব্যক্তিগতভাবে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।
Discussion about this post