আন্তর্জাতিক ডেস্ক
লকডাউনের নিয়ম অমান্য করে সমালোচনার মুখে শেষ পর্যন্ত পদ ছাড়লেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। বৃহস্পতিবার (২ জুলাই)তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। গত এপ্রিলে লকডাউন চলাকালেই নিয়ম অমান্য করে পরিবারের সদস্যদের নিয়ে সৈকতে বেড়াতে যান স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। এরপর তীব্র সমালোচনার মুখে ছিলেন তিনি।
এর জের ধরেই তিনি পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেশটির শিক্ষামন্ত্রী ক্রিস হিপকিনস সেপ্টেম্বরে নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। খবর রয়টার্সের।
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই সাফল্য দেখিয়ে আসছে নিউজিল্যান্ড। গতমাসেই দেশটি পুরোপুরি করোনারোগী শূন্য হয়ে গিয়েছিলো।এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছেন।
সেখানে মোট ১ হাজার ৫২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদের অধিকাংশই সুস্থ হয়ে গেছেন। দেশটিতে এখন হাতেগোনা কয়েকজন করোনারোগী চিকিৎসাধীন আছেন।
Discussion about this post