অনলাইন ডেস্ক
নতুন ভিসা নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিড়ম্বনা আরো বাড়ল। বিদেশি শিক্ষার্থীদের হয়ে বড় ধরনের পদক্ষেপ নিল দুই মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান— হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসেচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। মার্কিন সরকারের ভিসা-সংক্রান্ত নতুন নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে গত বুধবার((৮জুলাই) আদালতের দ্বারস্থ হয়েছে এ দুই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের পক্ষ থেকে গত সোমবার বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, নভেল করোনাভাইরাসের সংক্রমণজনিত লকডাউনের কারণে যেসব মার্কিন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে কোর্সগুলো সম্পূর্ণভাবে অনলাইনে পড়ানো হচ্ছে বা হবে, সেসব কোর্সের বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাময়িক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন এ নির্দেশিকার পর যুক্তরাষ্ট্রজুড়ে প্রবল সমালোচনা শুরু হয়।
মার্কিন সরকারের ভিসা-সংক্রান্ত নতুন নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে গতকাল বুধবার আদালতের দ্বারস্থ হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও এমআইটির মতো বিশ্ববিখ্যাত দুই শিক্ষাপ্রতিষ্ঠান। মার্কিন সরকারের গত ৬ জুলাইয়ের নির্দেশিকার ওপর স্থগিতাদেশ চেয়ে বোস্টনের আদালতে মামলা করেছে হার্ভার্ড ও এমআইটি। মার্কিন সরকারের নির্দেশিকাকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে মামলাটি করা হয়েছে।
মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের এফ-১ ভিসা দেওয়া হয়। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যেসব কোর্স অনলাইনে পড়ানো হবে, সেসব কোর্সে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা আর এফ-১ ভিসা পাবেন না। এ ছাড়া যেসব শিক্ষার্থী ইতোমধ্যে এফ-১ ভিসা পেয়েছেন, তাঁদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না।
মার্কিন প্রশাসনের নতুন ভিসা নীতিতে আতঙ্কে ভুগছেন দেশটিতে বসবাসকারী বিদেশি শিক্ষার্থীরা। কোনো মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কোর্স অনলাইনে পরিবর্তিত করলে, ওই সব কোর্সে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের দেশে ফিরে যেতে হবে। তা না হলে মার্কিন অভিবাসন দপ্তর তাঁদের ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্রে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও ক্যাম্পাস খোলার জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাদের বিভিন্ন কোর্সের শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালনা করার ঘোষণা দেওয়ায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন ট্রাম্প। যার ফলশ্রুতিতে ভিসা নীতি নিয়ে মার্কিন সরকারের এমন বিতর্কিত সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
যদিও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও এমআইটির মতো শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমান পরিস্থিতিতে কোনো অবস্থাতেই পড়াশোনার জন্য ক্যাম্পাস খুলে দিতে রাজি নয়। তাদের মতে, এতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এ পরিস্থিতিতে মার্কিন সরকারের নতুন ভিসা নির্দেশিকার ওপর স্থগিতাদেশ চেয়ে বিশ্ববিদ্যালয় দুটি আদালতের দ্বারস্থ হয়েছে।
Discussion about this post