অনলাইন ডেস্ক
এবার মানচিত্র থেকে ফিলিস্তিনকে সরিয়ে দিলো মার্কিন প্রযুক্তি মোড়ল গুগল এবং অ্যাপল। এখন গুগল এবং অ্যাপলের ম্যাপে Palestine লিখে সার্চ করলেও দেশটিকে পাওয়া যাবে না। তার পরিবর্তে দেখানো হবে ইসরাইলকে।
ইসরাইলি প্রধানমন্ত্রীর পশ্চিমতীর দখলের পরিকল্পনা গ্রহণ নিয়ে যখন সারা বিশ্বে তোলপাড় চলছে ঠিক এসময় প্রতিষ্ঠান দুটির তরফ থেকে এমন পদক্ষেপ আসলো। তবে এরিমধ্যে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে তারা। এটাকে ‘মানবাধিকার লঙ্ঘন’ বলেও তুলে ধরা হচ্ছে।
দুই টেক জায়ান্টের চুপিচুপি এমন পদক্ষেপের সমালোচনা করে টুইটারে একজন লিখেছেন, গুগল ম্যাপ অফিসিয়ালি ফিলিস্তিনকে বিশ্ব মানচিত্র থেকে সরিয়ে দিয়েছে। কাল ফিলিস্তিনকে বিশ্ব থেকেই মুছে দেয়া হবে। ফিলিস্তিনকে আবারো মানচিত্রে ফিরিয়ে আনা হোক।
Discussion about this post