আন্তর্জাতিক ডেস্ক
দুই রোবটিক হাত দিয়ে এই রোবট ডিভাইস অনেক ধরনের কফি আর মিল্কশেক বানাতে পারে। ক্যাফে আর ক্যাফে সংলগ্ন পার্কে আসা সব গ্রাহকদের কফি সরবরাহ করে এই রোবট। এ ধরনের ভিড়ের স্থানে মানুষের পরিবর্তে রোবট যদি খাবার বা কফি সরবরাহ করে, করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে আসে।
মহামারীর কারণে এটা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছিলো যে, মানুষের সাথে মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। এজন্য আমাদের কর্তৃপক্ষ এমন একটি রোবট তৈরির পদক্ষেপ নেয়, যেন এ রোবট গ্রাহকদের কফি বানিয়ে সরবরাহ করতে পারে। মিল্কশেক এখন এখানকার সবচেয়ে জনপ্রিয় পানীয়, কারণ রাশিয়ায় এখন অনেক গরম।
মস্কোর জারেয়ডেয় পার্কটি ২০১৭ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। মস্কো নদী সংলগ্ন রাস্তায় ক্রেমলিনের ২০০ মিটার পূর্বে অবস্থিত এ পার্ক। একসময় বিশ্বের বৃহত্তম হোটেলগুলোর একটি রসিয়া হোটেলের আশপাশে অবস্থিত এ পার্ক।
একজন জানান, তিনমাস ধরে কোথাও যাইনা। কফিও খাইনা, ভয় লাগে। মানুষের সংস্পর্শে আসতেই চাইনা। কিন্তু এখানকার ব্যবস্থা খুবই ভালো। রোবট দিয়ে সব হচ্ছে। এটা আবার আমাদের সাথে কথাও বলে। অনেক স্বাদের কফি পাওয়া যায়। সত্যি অসাধারণ।
বর্তমানে পর্যটক আর স্থানীয়দের জন্য এ পার্ক অনেক বেশি জনপ্রিয়।
Discussion about this post