আন্তর্জাতিক ডেস্ক
ভারতে করোনাভাইরাসের প্রকোপ ক্রমেই বাড়ছে। দৈনিক সংক্রমণের ক্ষেত্রে সেখানে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সোমবার(২০জুলাই) সকালে সম্প্রচারমাধ্যম এনডিটিভি কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ হাজারের বেশি মানুষের সংক্রমণ শনাক্ত হয়েছ।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪০ হাজার ৪২৫ জন, মৃত্যু হয়েছে ৬৮১ জনের। একদিনের হিসেবে মৃত ও শনাক্তের এই সংখ্যাই সর্বোচ্চ।
বিশ্বজুড়ে করোনার সংক্রমণের হিসেবে এই মুহূর্তে তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় দুপুর ১ টা পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১৮ হাজার ২০৬ জন, মৃতের সংখ্যা ২৭ হাজার ৪৯৭।
বাংলাদেশের প্রতিবেশী এই দেশে এখন করোনা আক্রান্ত হয়ে সুস্থতার হার ৬২.৬১। সোমবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৭ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর যথাক্রমে রয়েছে তামিল নাড়ু, দিল্লি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ ও গুজরাট।
Discussion about this post