অনলাইন ডেস্ক
পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল-বিএসিসি’র উদ্যোগে ম্যানহাটানে ফাহিম সালেহর অ্যাপার্টমেন্টের সামনে সমাবেশে অংশ নেন প্রবাসীরা।
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতের তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহর হত্যার প্রতিবাদে প্রতিদিনই নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। মঙ্গলবার ফাহিমের এপার্টমেন্টের সামনে জড়ো হন প্রবাসীরা। এ ঘটনায় এখনও শোক কাটেনি তাদের।
তারা বলেন, এমন জায়গায় ফাহিমের মর্মান্তিক মৃত্যু আমরা আশা করি নি। আমরা আমাদের সোনার ছেলে কে হারালাম। এটা অবশ্যই প্রথম ডিগ্রির হত্যাকাণ্ড। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
এ প্রসঙ্গে বিএসিসি প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার বলেন, এ ধরণের হত্যাকাণ্ডের বিচার মৃত্যুদণ্ড হতে হবে। দরকার হলে আইন পরিবর্তন করতে হবে।
এর আগে ১৩ জুলাই সোমবার এই এপার্টমেন্টের খুন হন যুক্তরাষ্ট্রের তরুণ তথ্যপ্রযুক্তিবিদ বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ। হত্যার পর ফাহিমের মরদেহ খণ্ড বিখণ্ড করা হয়। পুলিশ পরদিন তাঁর লাশ উদ্ধার করে। তদন্তের বেরিয়ে আসে হত্যাকারীর কাছে এক লাখ ডলার পেতেন ফাহিম। অর্থ ফেরত না দিতেই তাকে হত্যার স্বীকার হতে হয়েছে।
Discussion about this post