আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় রাজ্য টেক্সাসে আঘাত হেনেছে ভয়াবহ ঘূণিঝড় হান্না। স্থানীয় সময় শনিবার থেকে প্রচণ্ড বাতাসের সঙ্গে শুরু হয়েছে ভারী বর্ষণ।
রাজ্যটির গভর্নর গ্রেজ অ্যাবোট দুর্যোগের কারণে ৩২ এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। খবর বিবিসির।
তিনি আরও বলেন, করোনার কারণে জরুরি সেবা দেয়া বেশ কঠিন হয়ে পড়েছে।
ভয়াবহ এ হারিকেনে প্রাণহানির আশঙ্কায় দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র (এনএইচসি) টেক্সাসের উপকূল থেকে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে।
অন্যদিকে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ডগলাস নামে আরেকটি হারিকেন ৯০ কিলোমিটার বেগে হাওয়াইয়ে আঘাত হানছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার প্রশাসনের লোকজন খুব নিবিড়ভাবে ঘূণিঝড়কবলিত দুই রাজ্যের দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
Discussion about this post