আন্তর্জাতিক ডেস্ক
শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এ রাশিয়াকে ফের অন্তর্ভুক্ত করার ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে জার্মানি। ক্রিমিয়া দখল এবং পূর্ব ইউক্রেনে আগ্রাসনের জবাবে জি-৭ থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছিল। তবে রাশিয়া আবার উল্টো বলছে, জি-৭ এ তারা আর যোগ দেবে না।
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে বলা হয়েছে, ২০ জাতির জোট জি-২০ তে যোগ দিয়ে দেশটি সন্তুষ্ট রয়েছে তাই আর জি-সেভেনে যোগ দেয়ার পরিকল্পনা করছে না।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-সেভেনে যোগ দেয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেননি কিংবা এ জোটে যোগ দেয়ার বিষয়ে কাউকে তিনি কোনো অনুরোধও করেননি।
এর আগে সোমবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এক বিবৃতিতে বলেছেন, জি-সেভেনে রাশিয়ার নতুন করে যোগ দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখান করা হয়েছে।
পেসকভ জোরালো ভাষায় বলেন, জি-২০ তে যোগ দিয়ে রাশিয়া এ জোটের তৎপরতায় খুবই সন্তুষ্ট এবং বিশ্ব অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রে থেকে সম্ভবত আধুনিক বাস্তবতাকে সামনে রেখে কাজ করছে জি-২০। অন্যদিকে, জি-সেভেনের আন্তর্জাতিক গুরুত্বের ঘাটতি রয়েছে কারণ এই জোট চীন, ভারত, ব্রাজিল ও তুরস্কের মতো দেশকে বাইরে রেখেছে।
একই দিন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া পোস্টে বলেছেন, জি-সেভেন হচ্ছে রাশিয়ার জন্য একটি সেকেলে জোট এবং এই জোটে ফেরা রাশিয়ার জন্য অপ্রয়োজনীয় একটি বিষয়। সূত্র : পার্স টুডে।
Discussion about this post