আন্তর্জাতিক ডেস্ক
ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছেন কানাডার কয়েক হাজার সরকারি কর্মকর্তা।কর্তৃপক্ষ শনিবার অ্যাকাউন্ট হ্যাকড্ এর এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে।
কানাডার অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জিসিকি নামে একটি প্রতিষ্ঠানের সেবা গ্রহণকারী দেশটির রাজস্ব বিভাগসহ ৩০ সরকারি দফতরের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অ্যাকউন্ট হ্যাকড্ করা হয়েছে।
৯ হাজার ৪১ জন কর্মকর্তার পাসওয়ার্ড ও ইউজার নেম ক্লোন করে তাদের রাজস্ব সংক্রান্ত যাবতীয় তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে হ্যাকারের দল।
কর্তপক্ষ জানিয়েছে, হ্যাকড্ হওয়া এসব অ্যাকাইন্ট সরকার বন্ধ করে দিয়েছে।সাড়ে ৫ হাজার কর্মকর্তার অ্যাকাউন্ট টার্গেট করে ওই সাইবার হামলা হয়েছে বলে কানাডা সরকারের দাবি।
Discussion about this post