আন্তর্জাতিক ডেস্ক
ভারতের বিভিন্ন রাজ্যের আপত্তি সত্ত্বেও আজ মঙ্গলবার থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আয়োজিত হতে চলেছে। অনেক রাজ্য সরকার করোনার কারণে এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল। তবে পশ্চিমবঙ্গ এবার নির্দেশিকা দিয়ে জানিয়েছে, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বাস-ট্যাক্সি-অটো পরিষেবা স্বাভাবিক রাখতে হবে।
নির্দেশিকা মোতাবেক কলকাতার ১২৯টি অটো রুট স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সমস্ত রুটে সরকারি বেসরকারি বাস নামানোর নির্দেশও দেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত সরকারি বাস নামানো হতে পারে বলে সূত্রের খবর৷
ভারতের সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দেন, চলতি বছরের নিট এবং জয়েন্ট এন্ট্রান্স নির্ধারিত দিনেই হবে। করোনার কারণেই পরীক্ষা আগে নেওয়া যায়নি। তাই সেপ্টেম্বরেই পরীক্ষা হবে।
সেপ্টেম্বরের শুরুতে সারা দেশে মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নিট) এবং সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা (জেইই) হওয়ার দিন ধার্য হয়েছে। ইতোমধ্যেই কেন্দ্রী সরকার স্বাস্থ্যবিধি মেনে নানা পদক্ষেপের কথা ঘোষণা করেছে।
চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি জানিয়েছিলেন, ‘ছাত্র-ছাত্রীদের মানসিক যন্ত্রনা এবং মানসিক বিপর্যয় থেকে মুক্তি দিতে চলতি বছরের পরীক্ষা স্থগিত রাখা হোক।’ সুপ্রিম কোর্টের নির্দেশে রিভিউ পিটিশন ফাইল করার আবেদনও জানানো হয়।
দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীকে টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ‘আমি আরও একবার আর্জি জানাচ্ছি, ঝুঁকির কথা বিবেচনা করে, ছাত্র-ছাত্রীদের কথা ভেবে জয়েন্ট এবং নিট পরীক্ষা স্থগিত করা হোক।’
তিনি আরও লেখেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যখন সর্বশেষ ভিডিও কনফারেন্সে কথা হয়েছিল আমি ইউজিসির সূচি অনুযায়ী কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম। কারণ এই সময়ে পরীক্ষা নেওয়া মানে ছাত্র-ছাত্রীদের বড়সড় ঝুঁকির সামনে ফেলে দেওয়া হবে।’ খবর: কলকাতা২৪।
Discussion about this post