আন্তর্জাতিক ডেস্ক
মার্চ মাসে লকডাউন ঘোষণার পর থেকেই বন্ধ রয়েছে স্কুল। অনলাইনেই বেশিরভাগ স্কুলে ক্লাস চলছে। মঙ্গলবারই স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত সরকার।
২১ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে। পুরোপুরি না হলেও আংশিকভাবে স্কুল খোলা যাবে। এই সংক্রান্ত গাইডলাইন এদিন প্রকাশ করা হয়েছে।
গাইডলাইনে বলা হয়েছে, অনলাইন ক্লাসে অনুমতি দিচ্ছে কেন্দ্র। তবে, নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা চাইলে স্কুলে যেতে পারবে। অভিভাবকদের থেকে লিখিত অনুমতি এনে তবেই ক্লাসে যোগ দেওয়া যাবে।
ক্লাস, স্টাফ রুম, অফিস, ক্যাফেটেরিয়ায় সোশ্যাল ডিসট্যান্স মেনে চলার কথা বলা হয়েছে। এছাড়া মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা আবশ্যিক। আপাতত ৫০ শতাংশ শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
Discussion about this post