আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে এখন থেকে জাতীয় পরিচয়পত্রে থাকবে নাগরিকের বাবার পাশাপাশি মায়ের নামও। এ-সংক্রান্ত আইনের সংশোধনীতে গত বৃহস্পতিবার স্বাক্ষর করেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। নারীদের পরিচয়ের স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন থেকে চলা আন্দোলনের জেরে ওই সংশোধনী আনা হয়। সংবাদমাধ্যম বিবিসি খবরে এমনটি জানানো হয়।
এসব ঘটনার জেরে প্রায় তিন বছর আগে ‘আমার নাম কোথায়’ হ্যাশট্যাগের অধীনে একটি প্রচারণা শুরু হয়। বিশ্বজুড়ে সেলিব্রেটি আর পার্লামেন্ট সদস্যদের মধ্যে সাড়া ফেলে ওই প্রচারণা। ওই প্রচারণায় পরিচয়পত্রে বাবার পাশাপাশি মায়ের নাম প্রকাশের আহ্বান জানানো হয়।
প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ-সংক্রান্ত আইনের সংশোধনীতে স্বাক্ষর করার পর ‘আমার নাম কোথায়’ প্রচারণার প্রতিষ্ঠাতা লালেহ ওসমানি বলেন, ‘দীর্ঘদিনের সংগ্রামের পর এমন ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। কোনো সন্দেহ নেই যে সবার ঐক্যবদ্ধ অবিরাম সংগ্রামের ফসল আজকে আমাদের এই বিজয়।’
Discussion about this post