আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশি বংশোদ্ভূত হামিদা আলি যুক্তরাজ্যের লন্ডনের ক্রয়োডন বারার উডসাউড এলাকার কাউন্সিল লিডার নির্বাচিত হয়েছেন। এই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম কোনো নারী কাউন্সিল লিডার নির্বাচিত হলেন। খবর মাই লন্ডনের।যুক্তরাজ্যে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার নির্বাচন। একজন মেয়র বা লিডারের নেতৃত্বে কাউন্সিল মন্ত্রিসভা স্থানীয় সরকার পরিচালনা করে থাকে। স্থানীয় সরকার নিজের আওতাধীন এলাকার শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কাজ পরিচালনা করে থাকে। হামিদা আলি বৃহস্পতিবার লেবার গ্রুপ থেকে নির্বাচিত হয়েছেন।
এর আগে ব্রিটেনের বিভিন্ন স্থানে ব্রিটিশ বাংলাদেশি পুরুষরা কাউন্সিল লিডার নির্বাচিত হলেও হামিদাই প্রথম নারী হিসেবে কাউন্সিল লিডার। তিনি পদত্যাগী কাউন্সিল লিডার টনি নিউম্যানের স্থলাভিষিক্ত হবেন। ক্রয়োডনের সদ্য সাবেক মেয়র হুমায়ুন কবীরও বাংলাদেশি বংশোদ্ভূত।
হামিদা আলি এমন সময় দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন ওই স্থানীয় কাউন্সিলটি লাখ লাখ পাউন্ডের বাজেট ঘাটতির মুখে রয়েছে। কাউন্সিলকে দেউলিয়া ঘোষণা ঠেকাতে তারা সরকারের দ্বারস্থ হতে যাচ্ছেন। এ কাউন্সিল সরকারের কাছে দুই কোটি পাউন্ড ঋণ চাইবে। এক টুইটে হামিদা আলি তাকে সমর্থন দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
Discussion about this post