পাকিস্তানের পেশোয়ারের দির কলোনির জামিয়া জুবেরিয়া মাদ্রাসায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় অন্তত সাতজন ছাত্র নিহত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে পেশোয়ারের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মাদ্রাসাটিতে ক্লাস শুরু হয়। কোরআনের ক্লাস হওয়ার সময় এক ব্যক্তি ওই ক্লাস ঘরে ঢোকেন। তার হাতে একটি ব্যাগ ছিল। বিস্ফোরণের কিছুক্ষণ আগে ব্যাগটি রেখে তিনি ক্লাস থেকে বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের তীব্রতায় ক্লাসের ছাদ উড়ে গেছে। মাদ্রাসাটির একাংশ ভেঙে গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মীরা সাতজনের মরদেহ উদ্ধার করেছেন। এছাড়া অন্তত ৩৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হতাহতের মধ্যে বেশির ভাগই শিশু বলে দ্য ডন অনলাইনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনটির সামনের অংশ ধসে পড়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, বিভিন্ন স্থানে শুধু ধ্বংসযজ্ঞের চিহ্ন। কান্নায় ভারী হয়ে উঠেছে সেখানকার আশপাশ। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে আগে থেকেই একটি বিস্ফোরক ভর্তি ব্যাগ সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করছে আনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
Discussion about this post