অনলাইন ডেস্ক
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এটি ফ্রান্সে গত ছয় মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে যে গত একদিনে দেশটিতে নতুন করে ৩৩ হাজার ৪১৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৬ হাজার ৬৪৬ জন বেশি। ফ্রান্সে এ পর্যন্ত ১১ লাখ ৯৯ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ হাজার ৫৪১ জন।
করোনার সংক্রমণ প্রতিরোধে ফ্রান্সের রাজধানী প্যারিসসহ আরো আট শহরে কারফিউ জারি করা হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকছে এই কারফিউ।
এদিকে করোনার সংক্রমণ বাড়ায় বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ । ধারণা করা হচ্ছে, করোনার সংক্রমণ রোধে কারফিউয়ের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিতে পারেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
Discussion about this post