আন্তর্জাতিক ডেস্ক
নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে হওয়া যুদ্ধে আজারবাইজানের ২৭৮৩ সেনার প্রাণ গেছে।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) আজারবাইজান কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজানের ২৭৮৩ সেনার মৃত্যু হয়েছে। একইসঙ্গে নিখোঁজ রয়েছেন আরও ১শ জনের মতো সেনা।
২৭ সেপ্টেম্বর শুরু হওয়া সংঘর্ষের পর থেকে এতদিন নিজেদের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানায়নি আজারবাইজান। এরমধ্যে রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে শান্তিচুক্তি হয় ১০ নভেম্বর।
অপরদিকে আর্মেনিয়াও যুদ্ধে কতজন সেনার প্রাণ গেছে তা খোলাসা করেনি। যদিও এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধে তাদের ২ হাজার ৩১৭ সেনার প্রাণ গেছে।
প্রায় তিন দশক ধরে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ন্ত্রণ করেছে জাতিগত আর্মেনীয়রা। বিরোধপূর্ণ এ অঞ্চলে যুদ্ধে ১৯৯০ এর দশকে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।
Discussion about this post