আন্তর্জাতিক ডেস্ক
আসন্ন জানুয়ারিতে ভারতে করোনার টিকা দেওয়া শুরু হতে পারে।ফেডারেল স্বাস্থ্য কর্মকতাদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে বিবিসি।
কর্মকর্তারা বলছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অল্প কয়েকটি প্রতিষ্ঠানের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পাচ্ছে। এরপরই এর ব্যবহার শুরু হবে।
এরই মধ্যে দুটি প্রতিষ্ঠান ব্যবহারের জন্য তাদের টিকার অনুমোদনের আবেদন জানিয়েছে। এছাড়া আরও কয়েকটি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের টিকাও ট্রায়ালে রয়েছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।
এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ৫৬ হাজার ৫৫৭ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪৫১ জনের।
Discussion about this post