এদিকে, বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও টিকা নেননি। কবে এই টিকা নেবেন, বা আদৌ নেবেন কি না, তাও জানাননি।
টিকা নেওয়ার সেই ভিডিও শেয়ার করে টুইটে বাইডেন লেখেন, ‘আমি আজ কোভিড টিকা নিলাম। যারা এই টিকা আবিষ্কার করেছেন, সেই সব বিজ্ঞানী ও গবেষকের কাছে কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকাবাসী, আর কোনও চিন্তা নেই। ভ্যাক্সিন বাজারে এলেই আপনারা নিতে পারেন।’
নিউয়ার্কের ক্রিস্টিনা হাসপাতালে বাইডেনকে এই টিকা দেওয়া হয়। তিনি বা হাতে এই টিকা নেন। স্ত্রী জিলকেও দেওয়া হয় টিকা। বাইডেন বলেন, ‘আমার আগে ও এই টিকা নিয়েছে। আমি দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করে আছি। জিলও তাই। টিকা নিয়ে জিলেরও ভাল লেগেছে।’
করোনাভাইরাসের নতুন একটি স্ট্রেন নিয়ে ইতিমধ্যেই ব্রিটেনসহ ইউরোপের কয়েকটি দেশ নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। সে সব মাথায় রেখে বাইডেন দেশবাসীকে বলেন,’স্বাস্থ্যকর্মীরা যা বলছেন, সে সব শুনুন। মাস্ক পরুন। সামাজিক দূরত্বের বিধি মেনে চলুন।’
Discussion about this post