আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ন্যান্সি পেলোসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায় নেয়ার প্রাক্বালে নতুন কংগ্রেসে খুব অল্প ভোটের ব্যবধানে রবিবার স্পিকার নির্বাচিত হন তিনি।
পেলোসির নিজের দল ডেমোক্র্যাটিক পার্টির ৫ সদস্য তাকে সমর্থন দেননি। এদের মধ্যে দু’জন ভোট দিয়েছেন দুই আইন প্রণেতাকে যারা এখন পদে নেই, বাকি তিনজন শুধু ‘উপস্থিত’ ক্যাটাগরিতে ভোট দিয়েছেন। এর ফলে ২১৬-২০৯ ভোটের ব্যবধানে জয় পান পেলোসি।
পেলোসি কংগ্রেসে তার বক্তব্যে বলেন, ‘আমাদের পূর্বসূরীরা যে নেতৃত্ব মোকাবিলা করেছে, আজকের শপথের মাধ্যমে আমরা তার চেয়ে ভয়ঙ্কর ও দুঃসাধ্য দায়িত্ব গ্রহণ করলাম। আমরা এমন এক সময়ে নতুন কংগ্রেস শুরু করেছি যা ভীষণ কঠিন।’
ক্যালিফোর্নিয়ার এই ডেমোক্র্যাটিক নেতা বলেন, ‘এখন সময় হল জাতির আরোগ্য লাভের। আমাদের সবচেয়ে জরুরি প্রাধান্য থাকবে করোনাভাইরাসকে পরাজিত করা। এবং আমরা এটা পারব।’ এজন্য কংগ্রেস আরও অর্থ সাহায্য বরাদ্দ করবে বলেও অঙ্গীকার করেন তিনি।
ভোটাভুটি সম্পন্ন হতে কয়েক ঘণ্টা সময় লাগে। মহামারির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে আইন-প্রণেতাদের অনেকগুলো গুচ্ছে বিভক্ত হয়ে ভোট দিতে হয়েছে।
সূত্র: আল জাজিরা, এএফপি
Discussion about this post