আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতিতেই ক্ষমতার একেবারে শেষ মুহূর্তে এসে এমন বিপদে পড়বেন, সেটি হয়তো কদিন আগেও কল্পনা করতে পারেননি ট্রাম্প। মার্কিন পার্লামেন্টে হামলার ঘটনার পর তার সাথে নেই দলীয় নেতারাও। এমন অবস্থায় তাকে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি কেড়ে নিয়েছে দেশটির একটি বিশ্ববিদ্যালয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লিহাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, ৩০ বছর আগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়েছিল। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছিলেন। সেই ডিগ্রি ফেরত নেওয়া হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পকে ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা ডিগ্রি দেয়া হয়। বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জেরেমি লিট্যাও এক টুইট বার্তায় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে ‘বড় পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন।
গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে হারের পর থেকেই তুমুল আলোচনায় রয়েছেন ট্রাম্প। নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং ভোট জালিয়াতি করে তাকে হারিয়ে দেয়া হয়েছে বলে বারবার অভিযোগ তুলেছেন তিনি। এ নিয়ে একাধিকবার আদালতে গেলেও কোনো প্রমাণ দেখাতে না পারায় সেসব আবেদন বাতিল হয়েছে।
এমন অবস্থায় সম্প্রতি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের স্বীকৃতির দিনে সমর্থকদের নিয়ে সমাবেশ করেন ট্রাম্প। এরপরই হাজার হাজার সমর্থক দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায়। এই হামলায় ট্রাম্প উসকানি দিয়েছেন অভিযোগ করে তাকে শেষ সময়ে হলেও অভিশংসন প্রক্রিয়া শুরু করছে ডেমোক্র্যাটরা। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের ওপর ক্ষুদ্ধ তাদের নিজ দলের নেতারাও।
Discussion about this post