আন্তর্জাতিক ডেস্ক
শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে ঠেকেছে। সে দেশের সুলাওয়েশি দ্বীপে ভূমিকম্পে বহু ভবন ভেঙে পড়েছে।
এতে কয়েকশ মানুষ আহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। খালিজ টাইমস এক প্রতিবেদনে বলছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন।
জানা গেছে, আজ স্থানীয় সময় শুক্রবার রিখটার স্কেলে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সুলাওয়েশি। ভূমিকম্পে আতঙ্কিত লোকজন ভবন ছেড়ে নিরাপদ স্থানের দিকে ছুটতে থাকে।
ম্যাজেন শহর থেকে ৩.৭৩ মাইল উত্তর-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা বলছে, ম্যাজেন শহরে ছয়শ ৩৭ জন আহত হয়েছে এবং পাশের মামুজু শহরে ২৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
ভবনের ধ্বংসস্তূপের মধ্যে আরো বহু মানুষ চাপা পড়ে থাকার শঙ্কা রয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকেপড়াদের উদ্ধারের জন্য।
সূত্র: রয়টার্স
Discussion about this post