আন্তর্জাতিক ডেস্ক
নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগেই বিপুল পরিমাণ ত্রাণ তহবিলের ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাসে নাজেহাল মার্কিন অর্থনীতির জন্য ১.৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের পরিকল্পনার ব্যাপারে জানিয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার এক সপ্তাহ আগেই তিনি মার্কিনিদের এ সুখবর দিলেন।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, কংগ্রেসে এই প্রণোদনা প্যাকেজ অনুমোদন পাওয়ার পর সে দেশের পরিবারগুলোর জন্য বরাদ্দ থাকবে এক ট্রিলিয়ন ডলার। এতে করে প্রত্যেক মার্কিন নাগরিক এক হাজার চারশ ডলার করে পাবেন।
জো বাইডেন বলেছেন, মার্কিনিদের দুর্ভোগ আরো বাড়ছে এবং সঙ্কট স্পষ্ট হয়েছে। নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। জাতির স্বাস্থ্যব্যবস্থা ঝুঁকির মধ্যে আছে। আরও কাজ করতে হবে আমাদের। এখনই সেই কাজ করতে হবে।
সূত্র: বিবিসি
Discussion about this post