আন্তর্জাতিক ডেস্ক
কানাডায় আরও একটি টিকার মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। নিজেদের উদ্ভাবিত এবং উৎপাদিত করোনার প্রথম টিকা বুধবার (২৭ জানুয়ারি) পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করেছে দেশটি।
প্রথম ধাপে টরন্টোয় ৬০ জন স্বেচ্ছাসেবকের দেহে এই টিকা প্রয়োগ করা হয়েছে। টরন্টোভিত্তিক প্রভিডেন্স থেরাপিউটিকস বলেছে, তাদের এই টিকাটি অবিকল মডার্নার টিকার মতো, এমআরএনএ টিকা। এটি হচ্ছে এই টিকার প্রথম ধাপের পরীক্ষা।
কানাডা বর্তমানে ফাইজার এবং মডার্নার টিকা নাগরিকদের প্রয়োগ শুরু করেছে। মোট সাতটি কোম্পানির সঙ্গে ইতোমধ্যে দেশটির টিকা কেনার আগাম চুক্তি আছে।
উল্লেখ্য, কানাডার বিভিন্ন প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে যদিও সরকার কঠোরভাবে ভাইরাসটি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। কানাডায় সরকারের নানা দিকনির্দেশনার পাশাপাশি প্রতিরোধমূলক কর্মসূচিতে নাগরিকদের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ২২৭ জন। দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন ১৯ হাজার ৫৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৩ হাজার ৯৫১ জন।
Discussion about this post