আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি ‘কোভ্যাক্স গ্লোবাল কোভিড-১৯ প্রোগ্রামে’ ৪০০ কোটি ডলার সহায়তার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার জি-৭ সদস্যভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ সহায়তার কথা জানান তিনি।
হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে চলতি মাসের শেষ নাগাদ ২০০ কোটি ডলার ছাড় করা হবে এবং বাকি অর্থ আগামী দুই বছরে দেয়া হবে।
‘যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের উদ্যোগে প্রথম অবদান রাখতে পেরে অত্যন্ত আনন্দিত’ উল্লেখ করে হোয়াইট হাউস কর্মকর্তা বলেন, আমরা মনে করি বিশ্বব্যাপী মহামারি প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Discussion about this post