আন্তর্জাতিক ডেস্ক
ভিডিও গেম নয়, এবার ভিআর ব্যবহার করে চলছে সামরিক প্রশিক্ষণ। ময়দানের বদলে, ঘরের মধ্যেই ঘাঁটি তৈরি করে কমান্ডারদের পরীক্ষামূলক প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটেনের রয়েল এয়ারফোর্স।
আরএএফ হনিংটনে প্রশিক্ষণ দিতে আনরিয়েলে ইঞ্জিনে তৈরি করা হয়েছে প্রশিক্ষণ সিমুলেশন। ব্যবহার করা হচ্ছে সিমসেন্ট্রিকের ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম সাফ-টাক অকুলাস রিফট এস হেডসেট।
বিশেষ এই সফটওয়্যার ব্যবহার করে ত্রিমাত্রিক ভার্চুয়াল জগৎ সৃষ্টি করা হচ্ছে। প্রতিটি মিশনের জন্য পরিস্থিতির সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে পরিবেশ।
সেই পরিবেশে প্রশিক্ষণার্থীরা একে অপরের সঙ্গে কথাও বলছেন। অনুসরণ করছেন প্রশিক্ষকের কমান্ড।
Discussion about this post