আন্তর্জাতিক ডেস্ক
আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহাইদ সুগা। তার সঙ্গে এ সাক্ষাৎ হলে সরাসরি আলোচনা অনুষ্ঠানের ক্ষেত্রে তিনি হবেন প্রথম বিদেশি নেতা। খবর এএফপির।
শুক্রবার জাপান সরকারের শীর্ষ মুখপাত্র কাতসুনোবু কাতো নিয়মিত ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের বলেন, বিভিন্ন পরিস্থিতি অনুকূলে থাকলে প্রধানমন্ত্রী সুগা এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্র সফর করবেন।
মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত বাইডেন কোনো বিদেশি নেতার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেননি।
সুগার সফরের সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে জাপান ও মার্কিন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও সরকারিভাবে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
জাপানের কর্মকর্তারা সুস্পষ্টভাবে জানিয়েছেন, সুগা যতদ্রুত সম্ভব বাইডেনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। বিশেষ করে চীনের ব্যাপারে উদ্বেগ বেড়ে যাওয়ায় তিনি একটি গুরুত্বপূর্ণ জোটের শক্তি আরও বৃদ্ধি করা নিয়ে আলোচনা করতেই এ সাক্ষাৎ করতে যাচ্ছেন।
Discussion about this post