দিল্লির অন্তত ৬টি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অক্সিজেনের অভাবে রয়েছে। এরইমধ্যে অক্সিজেন স্বল্পতার কারণে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ২৪ ঘণ্টার ব্যবধানে ২৫ জন ‘গুরুতর অসুস্থ’ রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতির সূত্রে এ তথ্য জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।
সকাল ৮টায় দেওয়া হাসপাতালের জরুরি বিবৃতিতে আরও বলা হয়, দুই ঘণ্টার মধ্যে অক্সিজেনের মজুত শেষ হয়ে যাবে এবং আরও ৬০ রোগীর জীবন ঝুঁকিতে পড়বে। ‘২৪ ঘণ্টায় ২৫ গুরুতর অসুস্থ রোগী মারা গেছে। যে অক্সিজেন আছে, তাতে আর ২ ঘণ্টা চলবে। ভেন্টিলেটর এবং বিপাপ ঠিকভাবে কাজ করছে না। আইসিইউ এবং ইমার্জেন্সিতে ম্যানুয়াল ভেন্টিলেশন অবলম্বন করা হচ্ছে। খুবই বড় সংকট। আরও ৬০ জন অসুস্থ রোগী ঝুঁকিতে আছে, জরুরি হস্তক্ষেপ দরকার।’ বলা হয় বিবৃতিতে।
অক্সিজেনের সরবরাহ সংকট নিরসনে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সরকারি বার্তায় প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, সংকট নিরসনে বিস্তৃত পরিসরে পদক্ষেপ বাস্তবায়নের কাজ চলছে। রাজ্য সরকারগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কোথায় অক্সিজেন বেশি দরকার তা চিহ্নিত করা হচ্ছে। দেশজুড়ে অক্সিজেনের সরবরাহ দ্রুততর করতে বিমান পরিসেবা ও সরাসরি ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে সরকারি বার্তায়।
Discussion about this post