খেলাধূলা ডেস্ক
ইউরোপের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট ডিজনিল্যান্ড প্যারিসকে বানানো হচ্ছে কোভিড-১৯ এর গণ টিকাদান কেন্দ্র। শনিবার থেকে এর কনভেনশন সেন্টার টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। টিকাদানের হার বাড়ানোর চেষ্টার অংশ হিসেবে ফ্রান্স এই সিদ্ধান্ত নিয়েছে।
থিম পার্কটির কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে ডিজনিল্যান্ড প্যারিস কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে পরিণত হবে।
২ এপ্রিল থেকে পার্কটি আবারও দর্শণার্থীদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির অবনতি হতে থাকায় ওই পরিকল্পনা আবারও স্থগিত করা হয়। এবার টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে যাওয়া কনভেনশন সেন্টারটি পার্কটির হোটেল কমপ্লেক্সের কাছে অবস্থিত।
ওই টিকাদান কেন্দ্রটি থেকে প্রতিদিন গড়ে এক হাজার মানুষকে টিকা দেওয়ার আশা করছে। মে মাসের মাঝামাঝি নাগাদ দুই কোটি মানুষকে অন্তত এক ডোজ করে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ফ্রান্স। গত মঙ্গলবার পর্যন্ত ফ্রান্স মোট এক কোটি ২৮ লাখ মানুষকে এক ডোজ করে টিকা দিতে পেরেছে। যা দেশটির মোট জনসংখ্যার মাত্র ১৯ শতাংশ।
Discussion about this post