আন্তর্জাতিক ডেস্ক
করোনা সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতিতে যাওয়ায় আন্তর্জাতিক মহলে সাহায্যের আবেদন করে ভারত। সেই আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই ভারতে অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর পাঠাল ব্রিটেন। খবর : এনিটিভি।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচির বরাতে খবরে বলা হয়, ব্রিটেন থেকে প্রয়োজনীয় ওষুধ ভারতে এসেছে। এছাড়া ১০০টি ভেন্টিলেটর ও ৯৫টি অক্সিজেন কনসেনট্রেটরও পাঠিয়েছে তারা। এই সাহায্যের জন্য ব্রিটেনকে ধন্যবাদ জানিয়েছে ভারত।
ফ্রান্স জানিয়েছে, এই মুহূর্তে ভারতকে ৮টি অক্সিজেন জেনারেটর দিয়ে সাহায্য করবে তারা। এই জেনারেটরগুলোর মাধ্যমে হাসপাতালেই অক্সিজেন উৎপাদন করা সম্ভব হবে। খুব তাড়াতাড়ি এসব জেনারেটর ভারতে চলে আসবে।
সোমবার ৩১৮টি অক্সিজেন কনসেনট্রেটর ভারতে পাঠিয়েছে যুক্তরাষ্ট। এরপর নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, ফোনে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাইডেন। এই পরিস্থিতি একসঙ্গে মোকাবিলা করার কথাও হয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে।
Discussion about this post