আন্তর্জাতিক ডেস্ক
বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র শীর্ষ নেতারা। রবিবার সন্ধ্যার দিকে তৃণমূলের জয় নিশ্চিত হলে অভিনন্দন জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পশ্চিমবঙ্গেরএবারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করতে কঠোর পরিশ্রম করেছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। একের পর নির্বাচনি সমাবেশে হাজির হয়ে বক্তব্য দিয়েছেন। এসব সমাবেশের বক্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে বারবার আক্রমণ করা হয়েছে।মমতাও থেমে থাকেননি। মোদি ও অমিত শাহ দাবি করেছেন, এবার মমতার শাসনের অবসান হতে যাচ্ছে। কিন্তু রবিবার ঘোষিত ফলাফলে তৃণমূল বিশাল জয় পেয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, তৃণমূল দুই শতাধিক আসনে জয় পাচ্ছে। যদিও নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন মমতা।
নরেন্দ্র মোদি লিখেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জয়লাভে মমতা দিদিকে অভিনন্দন। জনগণের প্রত্যাশা পূরণ এবং করোনা মহামারি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারকে সম্ভাব্য সব সহযোগিতা করবে কেন্দ্র।
পৃথক টুইট বার্তায় মোদি পশ্চিমবঙ্গে যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে যেসব ভাই ও বোন আমাদের দলকে সমর্থন করেছেন তাদের ধন্যবাদ। অতীতে নগণ্য উপস্থিতি থাকলেও এখন বিজেপির সমর্থন অনেক বেড়েছে। জনগণের সেবা অব্যাহত রাখবে বিজেপি।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও অভিনন্দন জানিয়েছেন মমতাকে। টুইট বার্তায় অমিত শাহ বাংলার মানুষের রায়কে সম্মান জানিয়েছেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপিকে শক্তিশালী করার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর দলের বিপুল জয়ের জন্য অভিনন্দন। তাঁর পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য আমার শুভেচ্ছা।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লিখেছেন, ‘আরও একবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য মমতা দিদি এবং তৃণমূলকে শুভেচ্ছা। আপনাকে আপনার সরকারের পরবর্তী মেয়াদের জন্য শুভকামনা জানাই।’
Discussion about this post