আন্তর্জাতিক ডেস্ক
রাজনৈতিক নেতৃবৃন্দের টুইট সরিয়ে ফেলার অভিযোগে আবারও চাপে পড়লো টুইটার। রয়টার্সের বরাত দিয়ে এনগ্যাজেট নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির একটি টুইট সরিয়ে ফেলার কারণে নাইজেরিয়াতে টুইটারকে নিষিদ্ধ করা হয়েছে।
টুইটার জানিয়েছে, প্রেসিডেন্টের টুইটে সরকারি ভবনে হামলার জন্য দোষী গোষ্ঠীগুলোকে শাস্তি দেওয়ার হুমকি দেয়া হয়েছে। যা টুইটারের নীতির স্পষ্ট লঙ্ঘন হয়েছে।
দেশটির অ্যাটর্নি জেনারেল আবুবকর মালামি বলেছেন, যারা ভিপিএনসহ অন্যান্য টুলসের মাধ্যমে এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই নিষেধাজ্ঞা কতোদিন বলবৎ থাকবে সেটি এখনও পরিস্কার নয়। দেশটির কিছু মোবাইল অপারেটরের নেটওয়ার্কে টুইটারের ওয়েব সংস্করণ ব্যবহার করা না গেলেও কিছু অপারেটরের নেটওয়ার্কের মাধ্যমে অ্যাপ এবং ওয়েবসাইট এখনও ব্যবহার করা যাচ্ছে।
এই নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে টুইটার। কোম্পানিটি এক টুইটে বলেছে, নাইজেরিয়ার এই সিদ্ধান্তে তারা খুবই উদ্বিগ্ন। একইসাথে কোম্পানিটি মনে করে, উন্মুক্ত ইন্টারনেট একটি অবশ্যকীয় মানবাধিকার।
Discussion about this post