আন্তর্জাতিক ডেস্ক
সোমবার (৭ জুন) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়ে জানান , ভারতের পশ্চিমবঙ্গে দশম শ্রেণীর মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত বাতিল করা হয়েছে । ভয়েস অব আমেরিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, করোনার কারণে পরীক্ষা হবে কি-না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সরকারের পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের নিকট জানতে চাওয়া হয়েছিল, করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া ঠিক হবে কি-না।
সোমবার দুপুরের মধ্যে উত্তর ইমেইলে জানাতে বলা হয়েছিল। সে অনুযায়ী ৩৪ হাজার ইমেইল জমা পড়ে। এতে বেশিরভাগই মত দেন, পরীক্ষা বাতিল করা হোক। সে অনুযায়ী মুখ্যমন্ত্রী এ দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল ঘোষণা করলেন। আগামী সাত দিনের মধ্যে পরীক্ষার বিকল্প পদ্ধতি জানিয়ে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গে সিবিএসই ও আইসিএসই পরীক্ষা আগেই অনির্দিষ্টকাল পিছিয়ে দেওয়া হয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেশি। সে জন্য তাঁরা দুশ্চিন্তার মধ্যে ছিলেন পরীক্ষা নিয়ে। তবে পরীক্ষা বাতিলের ঘোষণার পর সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হলেন পরীক্ষার্থীরা।
Discussion about this post