আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ)-র কাছে ইরান তার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না বলে অভিযোগ করেছে সংস্থাটি। সোমবার সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো এ অভিযোগ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।রাফায়েল মারিয়ানো বলেন, ইরানের কাছে তাদের পরমাণু কর্মসূচি সংক্রান্ত যেসব তথ্য জানতে চাওয়া হচ্ছে সে ব্যাপারে তারা ইতিবাচক সাড়া দিচ্ছে না। এতে করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ কিনা সেটি নিশ্চিতে আইএইএ-এর প্রচেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
Discussion about this post