আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারের সামরিক সরকার নতুন করে আরও একটি দুর্নীতির মামলা করেছে দেশটির ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির বিরুদ্ধে ।
এছাড়া সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধেও দুর্নীতির মামলা করা হয়।
ওই সংবাদমাধ্যমে বলা হয়েছে, সু চি তার ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তাই তাকে দুর্নীতি দমন আইনের ৫৫ ধারায় অভিযুক্ত করা হয়। এই আইনে দোষী সাব্যস্ত হলে তার জন্য ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
Discussion about this post