আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুনরায় সকল সেক্টর চালু করা যাবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন । মঙ্গলবার (১৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনার ঘোষণায় এ কথা বলেন তিনি।
এছাড়া কোভিড-১৯ মহামারি থেকে প্রস্থান কৌশলে চারটি পর্যায় জড়িত থাকবে। চূড়ান্ত পর্যায়ে সব খাত আবার খুলে যেতে পারে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘করোনায় আক্রান্তের সংখ্যা কম হলে জনস্বাস্থ্য ব্যবস্থা নিরাপদ এবং অনাক্রম্যতা অর্জন করা গেলে বছরের শেষের দিকে সব সেক্টর খুলে দেয়া হবে।’
প্রধানমন্ত্রী জাতীর উদ্দেশ্য ভাষণ দেয়ার আগে দুপুর ২টায় রাজ প্রাসাদে ইয়াং ডি-পার্টুয়ান আগোং, সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহের সঙ্গে দেখা করেন এবং পুনরুদ্ধার বিষয় নিয়ে প্রায় এক ঘণ্টা আলোচনা করেন।
সুলতান আবদুল্লাহ গত সপ্তাহে ১৫টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি অবস্থা এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন।
Discussion about this post