আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে ভারতের মধ্যপ্রদেশে আরও এক জনের মৃত্যু হয়েছে। মাস খানেক আগে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। দিন কয়েক আগে জানা যায় তিনি ডেল্টা প্লাসে আক্রান্ত ছিলেন। রাজ্যটিতে কমপক্ষে সাতজন আক্রান্ত হয়েছেন ডেল্টা প্লাসে। খবর আনন্দবাজার পত্রিকার।
চিকিৎসকরা জানিয়েছেন, যে দুজনের মৃত্যু হয়েছে তারা টিকা নেননি। তারা আরও জানান, আক্তান্তদের মধ্যে তিনজন রোগী, যারা একটি বা দুটি টিকাই নিয়েছিলেন তারা সুস্থ রয়েছেন বা কোনও জটিলতা ছাড়াই বাড়িতে আসোলেশনে রয়েছেন।
অন্য দুজন যারা কোনও টিকা নেননি তারাও করোনা জয় করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদের মধ্যে একজন ২২ বছরের তরুণী, অন্যজন দুই বছরের এক শিশু। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে তিন জন ভোপালের বাসিন্দা, দুজন উজ্জয়িনীর বাসিন্দা। বাকি দুজনের মধ্যে এক জনের বাড়ি রাইসেনে, অন্যজন অশোকনগর জেলার বাসিন্দা।
মধ্যপ্রদেশ ছাড়াও কেরালা এবং মহারাষ্ট্রে ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন অনেকে। ভারতে ইতোমধ্যেই ৪০ জনের বেশি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তিন রাজ্যে সতর্কতাও জারি করেছে কেন্দ্রীয় সরকার।
Discussion about this post