আন্তর্জাতিক ডেস্ক
হাইতিকে পথ না হারানোর আহ্বান জানিয়ে শনিবার প্রেসিডেন্টের স্ত্রী মার্টিন মইসি তার টুইটারে এক অডিও বার্তায় বলেন, ‘ঘটনার দিন চোখের পলকে আমার স্বামীকে হত্যা করা হয়। আমি বেঁচে আছি এজন্য গডকে ধন্যবাদ কিন্তু দুঃখজনকভাবে আমার স্বামী জোভেনেল মারা গেছেন।’
অডিও পোস্টে মইসি বলেন, ‘চোখের নিমেষেই ভাড়াটে খুনিরা আমাদের বাড়িতে প্রবেশ করে এবং আমার স্বামীকে কোনো কথা বলতে না দিয়েই বুলেট দিয়ে তার দেহ ঝাঝরা করে দেয়।’
তিনি বলেন, ‘আমি কান্না করছি এটা সত্য তবে আমরা আমাদের দেশকে পথ হারাতে দিতে পারি না। আমরা জোভেনেল মইসির রক্ত বৃথা যেতে দিতে পারি না।’
এর আগে স্থানীয় সময় বুধবার সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে হামলা চালায়। পরে তাকে গুলি করে হত্যা করে। হামলায় প্রেসিডেন্ট জোভেনেল মইসির স্ত্রীও আহত হন। আহত অবস্থায় মার্টিন ময়েজকে হাইতির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভালো চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পাঠানো হয়।
হাইতি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দ্বীপরাষ্ট্র। এর সরকারি নাম হাইতি প্রজাতন্ত্র। ক্যারিবীয় সাগরের হিস্পানিওলা দ্বীপের পশ্চিম এক-তৃতীয়াংশ এলাকা নিয়ে রাষ্ট্রটি গঠিত। দ্বীপের বাকি অংশে ডোমিনিকান প্রজাতন্ত্র অবস্থিত। ৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ক্ষমতায় আসেন ২০১৭ সালে।
Discussion about this post