আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র ও জার্মানি। জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ওয়াশিংটনে বৈঠককালে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। আমরা একযোগে কাজ করবো।
একইসাথে রাশিয়ার আগ্রাসন রুখে দিতেও তৎপর ন্যাটো। প্রতিবেশীদের ওপর জ্বালানিকে যেনো রাশিয়া অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, সেই অবস্থানে যুক্তরাষ্ট্রের পাশেই রয়েছে জার্মানি।
এসময় রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত গ্যাস পাইপলাইনের ব্যাপারে মার্কেলের কাছে উদ্বেগ প্রকাশ করেন তিনি। কোনভাবেই জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না মস্কোকে- এ ব্যাপারে সম্মত হন তারা। এছাড়াও বৈঠকে চীনের গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করা হয়।
আগামি সেপ্টেম্বরে জার্মানিতে নির্বাচন। কিন্তু, তাতে অংশ নিচ্ছেন না অ্যাঙ্গেলা মার্কেল। ২০০৫ সাল থেকে টানা জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ক্ষমতা ছাড়ার আগে তাই শেষবার হোয়াইট হাউসের নিমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন এই প্রভাবশালী নেত্রী।
Discussion about this post