আন্তর্জাতিক ডেস্ক
চীনে ১৮ বছরের নিচের শিশুরা মাত্র এক ঘণ্টা অনলাইনে গেম খেলতে পারবে বলে জানিয়েছে দেশটির ভিডিও গেম নিয়ন্ত্রক সংস্থা। সপ্তাহিক ছুটির দিন (শুক্রবার) ও সাধারণ ছুটির দিনগুলোতে তারা এক ঘণ্টা গেম খেলতে পারবে। খবর বিবিসি।
ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে জানিয়েছে, এসব গেম শুধুমাত্র রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত খেলা যাবে।
এই নির্ধারিত সময়ে বাহিরে শিশুদের গেম খেলা থেকে শিশুদের বিরত রাখার জন্য আনলাইন গেমিং সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে দেশটির রাষ্ট্রীয় একটি সংবাদমাধ্যম এসব অনলইন গেমকে ‘স্পিরিচুয়াল আফিম বা আধ্যাত্মিক আফিম’ হিসেবে চিহ্নিত করেছে।
নির্ধারিত সময়সীমা মনে চলা হচ্ছে কি না- তা নিশ্চিত করার জন্য অনলাইন গেমিং সংস্থাগুলো পরিদর্শন বাড়াতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
এর আগের নিয়মে শিশুরা প্রতিদিন ৯০ মিনিট করে অনলাইন গেম খেলতে পারত। আর ছুটির দিনে তারা ৩ ঘণ্টা পর্যন্ত গেম খেলতে পারত। কিন্তু নতুন নিয়মে খেলার সময় আরও কমে গেল।
Discussion about this post