আন্তর্জাতিক ডেস্ক
ভারতে আবারো সামান্য বেড়েছে নতুন করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন। একইসঙ্গে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০৮ জনের। তবে দিল্লির পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। পরপর চার দিন রাজ্যটিতে মৃত্যুর সংখ্যা শূন্য।
রোববার (৫ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণের হার ২.৪৫ শতাংশ। সামান্য বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও।
ভারতের মোট দৈনিক আক্রান্তের অর্ধেকেরও বেশি দেশটির দক্ষিণঞ্চলীয় রাজ্য কেরালায়। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৮২ জন। তারপরই রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৩০ জন।
তবে দিল্লির পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। পরপর চার দিন রাজ্যটিতে মৃত্যুর সংখ্যা শূন্য। নতুন আক্রান্তের সংখ্যা ৫৫। অন্যদিকে, উড়িষ্যায় শিশুদের মধ্যে কোভিড সংক্রমণের সংখ্যা বাড়ায় একটা উদ্বেগ তৈরি হয়েছে। ভারতে ৬৮ কোটির বেশি মানুষ ইতোমধ্যেই টিকা পেয়েছেন।
Discussion about this post