আন্তর্জাতিক ডেস্ক
ডেনমার্ক সরকার করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ৫৪৮ দিন বিধিনিষেধ চলার পর তা প্রত্যাহার করে নিয়েছে। দেশটিতে টিকাদানের হার ৮০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধাপে ধাপে স্বাভাবিক অবস্থায় ফিরছে ডেনমার্ক। তবে শুক্রবার থেকে দেশটিতে বাইরে বের হওয়ার জন্য টিকা গ্রহণের ডিজিটাল পাসের প্রয়োজন পড়ছে না। এর ফলে ইউরোপের দেশটি থেকে করোনার সব বিধিনিষেধ প্রত্যাহার হয়ে গেলো।
ডেনমার্কের দ্বিতীয় বৃহত্তম শহর আরহাউস বিশ্ববিদ্যালয়ের ভাইরোলোজির প্রফেসর সোরেন রিস প্লডান বলেন, ‘আমি বলবো না খুব তাড়াতাড়ি হয়েছে। আমরা দূয়ার খুলেছি, কিন্তু এটাও বলতে হবে প্রয়োজন পড়লে আবার বন্ধ করে দেবো।’
স্ক্যান্ডেনেভিয়ান দেশটির ১২ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর ৮০ শতাংশই দুই ডোজ টিকা গ্রহণ করেছেন। এর ফলে ড্যানিশ সরকার ঘোষণা দিতে সক্ষম হয়েছে যে কোভিড-১৯ আর ‘সামাজিকভাবে গুরুত্বপূর্ণ’ কোনও রোগ নয়।
Discussion about this post