আন্তর্জাতিক ডেস্ক
আফ্রিকা মহাদেশের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার দেশ মিশর অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে এমনটি জানিয়েঠে সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ আল-আরাবিয়া। তারা জানায়, আগামী সপ্তাহেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে যাচ্ছে মিশর সরকার।
প্রায় ১০০ মিলিয়ন মানুষের দেশ মিশর। গত শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘন্টায় ৪১৩ জনের আক্রান্ত হওয়া এবং ১২ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করে। যদিও ধারণা করা হয়, সঠিক তথ্যে মৃত এবং আক্রান্তের হার আরও বেশি।
করোনার প্রকোপ বেড়ে গেলে সতর্কতাস্বরূপ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেশটির সরকার। সর্বশেষ ২০২০ সালের ১৭ই অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও ফের বন্ধ করে দেওয়া হয়। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে যাচ্ছে মিশর সরকার।
Discussion about this post