আন্তর্জাতিক ডেস্ক
মাস্ক না পরার কারণে জরিমানা গুনতে হলো অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে। জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে পাঁচশ অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হয়।
গত ৮ সেপ্টেম্বর সিডনির এক সমুদ্র সৈকতে মাস্ক ছাড়া অবস্থায় বন্ধুর সঙ্গে আলাপ করছিলেন তিনি। এই ছবি তুলে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি। অভিযোগের প্রমাণ মেলায় নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ সাবেক এই প্রধানমন্ত্রীকে জরিমানা করেন।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী টনি বলেন,‘আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখেছিলাম। তবে আমি এই জরিমানার বিরুদ্ধে অবস্থান করে পুলিশের সময় নষ্ট করব না’।
এক প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, মাস্ক না পরেই টনি অ্যাবট তার এক বন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করছিলেন।
নিউ সাউথ ওয়েলেস এর স্বাস্থ্যমন্ত্রী ব্যার্ড হ্যাজার্ড বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। আমি আশা করি সবাই সরকারি আদেশ যথাযথভাবে মেনে চলবে। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৭৫ হাজারের বেশি মানুষ।
Discussion about this post