আন্তর্জাতিক ডেস্ক
প্রেসিডেন্ট জোভনেল ময়েস হত্যার ঘটনায় হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির আদালত।
এর আগে প্রেসিডেন্টকে হত্যায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগও গঠনের আবেদন করেন হাইতির প্রধান কৌঁসুলি।
মূল সন্দেহভাজন হিসেবে পরিচিতি দেশটির বিচার বিভাগের এক কর্মকর্তা এই হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছেন।
একটি ফোন রেকর্ডে শোনা যায়, হত্যার কয়েক ঘণ্টা আগে মূল সন্দেহভাজনের সঙ্গে দুই বার ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী।
এর আগে গত মঙ্গলবারের মধ্যে সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে কি ধরনের যোগাযোগ হয় তার ব্যখ্যা চান আদালত। তবে এ সংক্রান্ত তথ্য দিতে ব্যর্থ হন আরিয়েল হেনরি।
গত ৭ জুলাই রাজধানী পোর্ট প্রিন্সে নিজ বাসভবনে গুলিতে নিহত হন দেশটির প্রেসিডেন্ট জোভনেল ময়েস।
Discussion about this post