আন্তর্জাতিক ডেস্ক
ইতিহাসের পাতায় প্রথমবারের মতো নারী মেয়র পেতে যাচ্ছে বার্লিন। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) প্রার্থী ফ্রানজিসকা গিফে হতে চলেছেন জার্মানির রাজধানী শহরটির মেয়র।
৪৩ বছর বয়সী গিফে এর আগে আঙ্গেলা মার্কেলের জোট সরকারের পরিবার বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কেলের দল সিডিইউর জোটসঙ্গী ছিল এসপিডি।
বার্লিনের মেয়রের দায়িত্বে ছিলেন এসপিডির মাইকেল মুলার। তিনি এবারের নির্বাচন থেকে সরে দাঁড়ালে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ফ্রানজিসকা গিফে।
এদিকে, জার্মানিতে নির্বাচনে হারতে চলেছে বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) জয়ের পথে। জার্মান গণমাধ্যম জেডডিএফের পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনে ২৬ শতাংশ ভোট পেয়েছে এসপিডি আর সিডিইউ ২৪ দশমিক ৫ শতাংশ।
এসপিডির জয় চূড়ান্ত হলে দলটির নেতা ওলাফ শুলৎজ নতুন চ্যান্সেলর হতে যাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এসপিডি থেকে তিনি হবেন চ্যান্সেলর হওয়া চতুর্থ কোনো নেতা।
তবে শেষমেষ যারাই জিতুক না কেন, বিগত দিনগুলোর রীতি অনুযায়ী জোট করেই তাদের পরবর্তী সরকার গঠন করা হবে। জোট সরকার গঠন জার্মানিতে রীতিমতো একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। কারণ, সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠ ভোট কোনো দলই পায় না। আসন্ন জোট সরকারে সিডিইউ ও এসপিডি ছাড়াও সরকার গঠনে অংশীদার হতে পারে পরিবেশবাদী গ্রিন পার্টি ও লিবারেল ফ্রি ডেমোক্র্যাট পার্টি (এফডিপি)।
Discussion about this post