আন্তর্জাতিক ডেস্ক
তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়েছে চীনের ৩৮টি যুদ্ধবিমান। এক বিবৃবিতে এ তথ্য জানায় তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী।
শনিবার (২ অক্টোবর) প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, এসব বিমানের মধ্যে পারমাণবিক বোমা হামলায় সক্ষম ৪টি এইচ-৬ যুদ্ধবিমানও ছিল।
জানানো হয়, শুক্রবার চীনের ২৫টি বিমান পারতাস দ্বীপপুঞ্জের কাছ দিয়ে উড়ে যায়। পরে দ্বিতীয় দফায় ১৩টি বিমান একই জায়গায় দিয়ে মহড়া দেয়।
চীনের এমন সামরিক উস্কানির জবাব দিতে নিজেদের সীমান্তে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে তাইওয়ান।
Discussion about this post